এবার পাকাপাকিভাবেই ১০ দলেই আইপিএল করারই চিন্তা-ভাবনা করছে ।
ভারতের সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়ও দাবি তুলেছেন, আইপিএলের দল বাড়ানোর জন্য। তিনি বলেছেন, ‘সময় এসেছে দল বাড়ানোর। এতে তরুণ ক্রিকেটাররা সুযোগ পাবে।
ভারতের খবরে বলা হচ্ছে, আহমেদাবাদ থেকে একটি নতুন দল নেয়া হতে পারে। মোট ১০টি দল নিয়েই অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।
কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড এবং আইপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়াটা সহজ হচ্ছে না। যেহেতু, ভারতীয়দের প্রতিভা তুলে ধরতেই আইপিএলের জন্ম হয়েছিল। সেখানে বিদেশির সংখ্যা বাড়ালে নানা প্রশ্নের সম্মুখীন হতে হবে ভারতীয় বোর্ডকে।
The Best Stainless Steel Plated - Titanium Arts
ReplyDeleteThe best stainless steel plated - The best t fal titanium pan stainless steel plated - The mens titanium earrings best stainless titanium rod in femur complications steel plated - The best stainless steel plated - The best stainless steel raw titanium plated grade 23 titanium - The best