বাঁধনের ‘রংমহল’ প্রকাশ - DBS

DBS

দেশ-বিদেশ সংবাদ(Desh-Bidesh Sangbad)

শিরোনাম

Home Top Ad

Post Top Ad

Sunday, November 15, 2020

বাঁধনের ‘রংমহল’ প্রকাশ



সাবরীনা রহমান বাঁধনের ‘রংমহল’ প্রকাশ হয়েছে। গানটি প্রকাশ করেছে আজব রেকর্ডস। 


গীতিকার ও সুরকার তিনি নিজেই। সংগীতায়োজন করেছেন জয় শাহরিয়ার। ইউটিউব চ্যানেলে  ‘রংমহল’র একটি গানচিত্র বের হয়েছে। 


সাবরীনা রহমান বাঁধন বলেন, মৌলিক কিছু গানের কাজ শুরু করেছি। যা আমার পরবর্তী অ্যালবামে থাকবে। এ ধরণের গান আমার প্রিয়। আশা করি, শ্রোতাদের ভালো লাগবে। 


No comments:

Post a Comment

Post Bottom Ad