চাকরির খবর (job secular) - DBS

DBS

দেশ-বিদেশ সংবাদ(Desh-Bidesh Sangbad)

শিরোনাম

Home Top Ad

Post Top Ad

চাকরির খবর (job secular)

আপডেট: ১৮ আগস্ট, ২০১৭      
দেখে নিন এই সপ্তাহের সেরা চাকরি

১. মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরে ৪২ জনের চাকরি

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের অধীনে ৯টি পদে ৪২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩১ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রোগ্রামের নাম: সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইএসআইপি)

চাকরির ধরন: অস্থায়ী

আবেদনের নিয়ম: আগ্রহীরা www.sesip.teletalk.com.bd অথবা www.sesip.gov.bd এর মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

১৭ আগস্ট ২০১৭ থেকে ৩১ আগস্ট ২০১৭ পর্যন্ত আবেদন করা যাবে।

সূত্র: ডেইলি স্টার, ১২ আগস্ট ২০১৭

২. প্রাণ-আরএফএল গ্রুপে চাকরি

বহুজাতিক শিল্প প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপে ‘ম্যানেজার- প্রোডাকশন (পাউডার মিল্ক)’ পদে জনবল নিয়োগ করা হবে। আগ্রহীরা আগামী ২৯ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর
অভিজ্ঞতা: ০৫ বছর

চাকরির ধরন: ফুল টাইম
কর্মস্থল: নরসিংদী
বেতন: আলোচনা সাপেক্ষে

আবেদনের নিয়ম: আগ্রহীরা www.jagojobs.com/production এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২৯ আগস্ট ২০১৭

সূত্র: জাগোজবস ডটকম

৩. একাধিক পদে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে নিয়োগ

জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। প্রতিষ্ঠানটির ‘বিতরণ ব্যবস্থা ক্ষমতাবর্ধন, পুনর্বাসন ও নিবিড়করণ (রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগ)’ প্রকল্পের অধীনে এ নিয়োগ দেওয়া হবে।

সহকারী প্রকৌশলী ১২ জন, উপসহকারী প্রকৌশলী ১৩ জন, লাইন নির্মাণ পরিদর্শক ছয়জন, স্টোর কিপার একজন এবং অফিস সহকারি কাম কম্পিউটার টাইপিস্ট পদে ছয়জনকে প্রকল্পের মেয়াদকালীন সময়ের জন্য নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা

সহকারী প্রকৌশলী প্রার্থীদের প্রকৌশল (ইলেকট্রিক/ম্যাকানিক্যাল/সিভিল) ও স্নাতক ডিগ্রিধারী হতে হবে। উপসহকারী প্রকৌশলী প্রার্থীদের তড়িৎ/যন্ত্র-কৌশল/পুরকৌশল/পাওয়ার বিষয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট হতে তিন বছর মেয়াদি ডিপ্লোমা সার্টিফিকেট কোর্স থাকতে হবে।

লাইন নির্মাণ পরিদর্শকের জন্য প্রার্থীরকে স্বীকৃত কারিগরি বোর্ড থেকে দুই বছর মেয়াদি বিল্ডিং কনস্ট্রাকশন অ্যান্ড মেইনটেন্যান্স/ইলেকট্রিকাল ওয়ার্কস অ্যান্ড মেইনটেন্যান্স ট্রেডে এইচএসসি (প্রভেশনাল) সনদধারী হতে হবে। অথবা স্বীকৃত কারিগরি বোর্ড থেকে দুই বছর মেয়াদি বিল্ডিং মেইনটেন্যান্স/ সিভিল কনস্ট্রাকশন/জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস/ইলেকট্রিকাল মেইনটেন্যান্স ট্রেডে (এসএসসি) পাসসহ দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

স্টোর কিপার প্রার্থীদের খ্যাতনামা প্রতিষ্ঠানে পণ্যাগার রক্ষণাবেক্ষণ, মালামাল প্রদান ও গ্রহণ ইত্যাদি বিষয়ক কাজের ছয় বছরের অভিজ্ঞতাসহ এইচএসসি পাস হতে হবে। এবং অফিস সহকারি কাম কম্পিউটার টাইপিস্ট প্রার্থীদের এসএসসি পাসসহ বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দ করে লেখার যোগ্যতা থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া

প্রার্থীদেরকে অনলাইনের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে (http://uridsw.teletalk.com.bd) ওয়েবসাইটে ঢুকে।

আবেদনের সময়সীমা

আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে।

আরো বিস্তারিত জানতে দেখুন প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে (http://www.reb.gov.bd/) প্রকাশিত বিজ্ঞপ্তি।

৪. বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনে নিয়োগ


জনবল নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনে। প্রতিষ্ঠানটি মোট নয়টি পদে নিয়োগ দেবে।

সহকারি প্রকৌশলী (মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল) পদে তিনজন, একান্ত সচিব একজন, ফিস কালচারিস্ট দুজন, সহকারী মার্কেটিং অফিসার দুজন, মার্কেটিং সহকারী একজন, ইলেকট্রিশিয়ান দুজন, প্লাম্বারে একজন, বিক্রয় পরিদর্শক চারজন এবং অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর ছয়জনকে নিয়োগ দেওয়া হবে।

বেতন

প্রথম তিন পদধারীরা পাবেন ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা, চতুর্থ পদধারী ১২ হাজার পাঁচশ টাকা থেকে ৩০ হাজার দুই ৩০ টাকা, পঞ্চম থেকে সপ্তম পদধারীরা ১০ হাজার ২০০ থেকে ২৪ হাজার ৬৮০ টাকা এবং ৮ম ও ৯ম পদধারীরা পাবেন নয় হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা।

যোগ্যতা

প্রতিটি পদের জন্য বিজ্ঞপ্তিতে আলাদা আলাদা যোগ্যতা ও অভিজ্ঞতা চাওয়া হয়েছে।

আবেদন প্রক্রিয়া

আবেদনপত্রের ফরম ও প্রবেশপত্র প্রতিষ্ঠানটির ওয়েবসাইট (http://www.bfdc.gov.bd) থেকে ডাউনলোড করা যাবে। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সনদপত্র ও তথ্যাদি সংযুক্ত করে ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে এই ঠিকানায় : সচিব, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন, বিএফডিসি ভবন, ২৩-২৪, কারওয়ানবাজার, তেজগাঁও, ঢাকা-১২১৫।

আবেদনের সময়সীমা

আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

আরো বিস্তারিত জানতে দেখুন প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে।


৫. বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে চাকরি, বেতন ২৫ হাজার টাকা

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড। প্রতিষ্ঠানটি ইন্টারকম ও অপারেশনস কমিউনিকেশন অ্যাসিসট্যান্ট পদে নিয়োগ দেবে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের অভ্যন্তরে জুনিয়র অপারেটর জিএসই পদেও চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা

ইন্টারকম ও অপারেশনস কমিউনিকেশন অ্যাসিস্ট্যান্ট পদের জন্য দেশের স্বীকৃত যেকোনো প্রযুক্তি শিক্ষা বোর্ড থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/ইলেক্ট্রিক্যাল/ইলেকট্রনিকস টেকনোলজি বিষয়ে চার বছরের ডিপ্লোমা থাকতে হবে। এসএসসি বা সমমানের কোনো পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৩ এবং ডিপ্লোমায় সিজিপিএ ২.৮ পেতে হবে। কম্পিউটার হার্ডওয়ার ও সফটওয়ারে দুই বছরের অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।

আর জুনিয়র অপারেটর জিএসই পদের জন্য কমপক্ষে এসএসসি পাস বা সমমানের যোগ্যতা থাকতে হবে। সেই সঙ্গে লাগবে গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট অপারেটর হিসেবে ১০ বছরের অভিজ্ঞতা।

বেতন

জুনিয়র অপারেটর জিএসইরা পাবেন ১৭ হাজার ৫০০ টাকা। আর ইন্টারকম ও অপারেশনস কমিউনিকেশন অ্যাসিসট্যান্ট পাবেন ২৫ হাজার ২০০ টাকা এবং অন্যান্য সুযোগ-সুবিধা।

আবেদন প্রক্রিয়া

ইন্টারকম ও অপারেশনস কমিউনিকেশন অ্যাসিস্ট্যান্ট পদে অনলাইনের মাধ্যমে এই ঠিকানায় আবেদন করা যাবে : www.biman-airlines.com

আর জুনিয়র অপারেটর জিএসইর প্রার্থীরা বিজ্ঞপ্তিতে উল্লিখিত কাগজপত্রসহ আবেদন করতে পারেন এই ঠিকানায় : ব্যবস্থাপক নিয়োগ, মানব সম্পদ উপবিভাগ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড, প্রধান কার্যালয় ‘বলাকা’, কুর্মিটোলা, ঢাকা-১২২৯।

আবেদনের শেষ তারিখ

জুনিয়র অপারেটর জিএসই পদে আগামী ৩১ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে। আগামী ২২ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন ইন্টারকম ও অপারেশনস কমিউনিকেশন অ্যাসিসট্যান্ট পদের প্রার্থীরা।

আরো বিস্তারিত জানতে দেখুন : www.biman-airlines.com



৬. রানার ফুটওয়ার লিমিটেডে একাধিক পদে নিয়োগ

জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রানার ফুটওয়ার লিমিটেড।প্রতিষ্ঠানটি একাধিক পদে জনবল নিয়োগ দেবে।

হেড অব মেইনটেন্যান্স, স্টোর ইন-চার্জ, হেড অব মার্চেনডাইজিং অ্যান্ড প্রোডাক্ট ডেভেলপমেন্ট, হেড অব প্লানিং অ্যান্ড সাপ্লাই ম্যানেজমেন্ট এবং জেনারেল ম্যানেজার (ফ্যাক্টরি) পদে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি।

যোগ্যতা

প্রতিটি পদের জন্য আলাদা আদালা যোগ্যতা ও অভিজ্ঞতা চাওয়া হয়েছে।

বেতন

আলোচনা সাপেক্ষে বেতন নির্ধারণ করা হবে।

আবেদন প্রক্রিয়া

ই-মেইলের মাধ্যমে আবেদন করা যাবে এই ঠিকানায় : (career@runnerfootwear.com)। জাগোজবস ডটকমের ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমেও আবেদন করা যাবে।

আবেদনের শেষ তারিখ

আগামী ২০ আগস্টের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে।

আরো বিস্তারিত জানতে দেখুন জাগোজবস ডটকমের ওয়েবসাইট।


৭. আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজে একাধিক পদে নিয়োগ


একাধিক পদে লোক নিয়োগ দেবে আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এজিআই)।

প্রতিষ্ঠানটি ডেপুটি জেনারেল ম্যানেজার (ইন্টারনাল অডিট), প্রজেক্ট ম্যানেজার (আনোয়ার সিমেন্ট শিট লিমিটেড) এবং অ্যাসিস্ট্যান্ট ম্যাজোর/ডেপুটি ম্যানেজার (ফাইন্যানশিয়াল রিপোর্টিং) পদে নিয়োগ দেবে।

যোগ্যতা

ডেপুটি জেনারেল ম্যানেজার (ইন্টারনাল অডিট) পদের জন্য ফাইন্যান্স/অ্যাকাউন্টিংয়ে স্নাতকোত্তর এবং ১০ থেকে ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রজেক্ট ম্যানেজার প্রার্থীদের সিভিল ইঞ্জিনিয়ারিয়ে বি.এসসি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে আট থেকে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আর অ্যাসিস্ট্যান্ট ম্যাজোর/ডেপুটি ম্যানেজার (ফাইন্যানশিয়াল রিপোর্টিং) প্রার্থীদের অ্যাকাউন্টিং/ফাইন্যান্সে এমবিএ/স্নাতকোত্তর অথবা সিএমএ ২ লেভেলের সঙ্গে ছয় থেকে সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া

কভার লেটার, দুই কপি ছবিসহ আবেদনপত্র পাঠাতে হবে এই ঠিকানায় : জেনারেল ম্যানেজার, গ্রুপ এইচআর, আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, বাইতুল হোসাইন বিল্ডিং (১৪ তলা), ২৭ দিলকুশা সি/এ, ঢাকা-১০০০, বাংলাদেশ। কিংবা ইমেইল পাঠাতে পারেন এই ঠিকানায় : (career@anwargroup.net)।

আবেদনের শেষ তারিখ

আগামী ২১ আগস্টের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

৮. ৭ পদে চাকরি দিচ্ছে ডাচ-বাংলা ব্যাংক

ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের ৭টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৪ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদনের নিয়ম: ব্যাংকের ওয়েবসাইট app.dutchbanglabank.com/online_job এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২৪ আগস্ট ২০১৭

সূত্র: বাংলাদেশ প্রতিদিন, ০৭ আগস্ট ২০১৭


৯. দুই পদে জনবল নিয়োগ দিবে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট

বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে দুই পদে জনবল নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানটির অধীন পরিচালিত ‘বাংলাদেশে ক্ষুরারোগ ও পিপিআর গবেষণা’ প্রকল্পে অম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে এ জনবল নিয়োগ দেওয়া হবে।

বৈজ্ঞানিক কর্মকর্তা (ভ্যাকসিন বায়োটেকনোলজি) পদে একজন এবং ল্যাবরেটরি টেকনিশিয়ানে একজনকে নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা
বিশ্ববিদ্যালয় থেকে বি গ্রেড বা দ্বিতীয় শ্রেণির ডি ভি এম ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। শুধু ল্যাবরেটরি টেকনিশিয়ান প্রার্থীরা উল্লিখিত যোগ্যতা ছাড়াও সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতাসহ এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় কমপক্ষে গ্রেড বি/দ্বিতীয় শ্রেণি থাকলে আবেদন করতে পারবেন।

আবেদন প্রক্রিয়া
প্রার্থীরা বিজ্ঞপ্তিতে উল্লিখিত কাগজপত্রসহ আবেদন করতে পারেন এই ঠিকানায় : প্রকল্প পরিচালক, বাংলাদেশ ক্ষুরারোগ ও পিপিআর গবেষণা প্রকল্প, বিএলআরআই, সাভার, ঢাকা-১৩৪১।

আবেদনের শেষ সময়
আগামী ১০ সেপ্টেম্বর আবেদন করতে হবে।
*********************************************************************************


******07-08-2017********
** আরএফএল গ্রুপ এ চাকরি 

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আরএফএল গ্রুপ। প্রতিষ্ঠানটি একাধিক পদে জনবল নিয়োগ দেবে। স্ট্রাকচারাল ডিজাইনার (আরসিসি) পদে দুজন, ডিস্ট্রিবিউশন ম্যানেজার/সিনিয়র ম্যানেজার একজন, ম্যানেজার/সিনিয়র ম্যানেজার (সেলস) একজন, রিসার্চ ও ডেভেলপমেন্ট ম্যানেজার একজন, রিটেইল চেইন ম্যানেজার একজন ও সেলস রিপ্রেজেন্টেটিভ (পদের সংখ্যা উল্লেখ নেই) নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা :
-এইচ.এস.সি/গ্রাজুয়েট/সমমান
-২ থেকে ৫ বছরের অভিজ্ঞতা

বেতন : আলোচনা সাপেক্ষ। অন্যান্য সুযোগ-সুবিধা প্রতিষ্ঠানটির নিয়ম অনুযায়ী দেওয়া হবে।
আবেদনের সময়সীমা : স্ট্রাকচারাল ডিজাইনারে ২৫ আগস্ট, সেলস রিপ্রেজেন্টেটিভে ৩০ আগস্ট এবং অন্য পদগুলোতে ১১ আগস্টের মধ্যে আবেদন করতে হবে।

আবেদন প্রক্রিয়া : জাগোজবস ডটকম-এ প্রবেশ করে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে

********12-08-2017*******

* **বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক

পদ ও যোগ্যতা : জেনারেল ম্যানেজার, আইটি, ১টি। পদার্থ/ফলিত পদার্থ/গণিত/পরিসংখ্যান/আইসিটি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর অথবা কম্পিউটার সায়েন্স বিষয়ে স্নাতকোত্তর। এসএসসি বা সমমান পরীক্ষার যেকোনো ১টিতে প্রথম বিভাগ/শ্র্রেণি/সমমানের গ্রেড পয়েন্ট। কোনো বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়। ডেপুটি জেনারেল ম্যানেজার পদে ৩ বছরের অভিজ্ঞতা।

বয়সসীমা : সর্বোচ্চ ৫৭ বছর।

বেতনক্রম : ৬৬০০০-৭৬৪৯০ টাকা।

পদ ও যোগ্যতা : ডেপুটি জেনারেল ম্যানেজার, আইটি, ২টি। পদার্থ/ফলিত পদার্থ/গণিত/পরিসংখ্যান/আইসিটি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর। এসএসসি বা সমমান পরীক্ষার যেকোনো ১টিতে প্রথম বিভাগ/শ্রেণি/সমমানের গ্রেড পয়েন্ট। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।

অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার পদে ২ বছরের অভিজ্ঞতা।

বয়সসীমা : সর্বোচ্চ ৫৪ বছর।

বেতনক্রম : ৫৬৫০০-৭৪৪৪০ টাকা।

যোগাযোগ : মহাব্যবস্থাপক, বাংলাদেশ ব্যাংক ও সদস্য সচিব, বিএসসি।

সূত্র : কালের কণ্ঠ


*** তৈল, গ্যাস খনিজ সম্পদ করপোরেশন

পদ ও যোগ্যতা : সহকারী ব্যবস্থাপক, প্রশাসন পদে ২টি, সেবা- ২টি, ক্রয়- ২টি, সংস্থাপন, এইচআর, নিরাপত্তা ও অর্থনীতি- ১টি করে। প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর অথবা দ্বিতীয় শ্রেণিতে স্নাতকোত্তরসহ সম্মানে দ্বিতীয় শ্রেণি অথবা চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণির স্নাতক। সহকারী ব্যবস্থাপক, হিসাব পদে ২টি। বাণিজ্যিক বিষয়ে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর অথবা দ্বিতীয় শ্রেণিতে স্নাতকোত্তরসহ সম্মানে দ্বিতীয় শ্রেণি/সিএ অথবা আইসিএমএ/এমবিএ অথবা সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণির সম্মান। সহকারী ব্যবস্থাপক, এফএম পদে ২টি, অর্থ ও নিরীক্ষা পদে ১টি করে। বাণিজ্যিক বিষয়ে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর অথবা দ্বিতীয় শ্রেণিতে স্নাতকোত্তরসহ সম্মানে দ্বিতীয় শ্রেণি/সিএ অথবা আইসিএমএ/এমবিএ অথবা সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণির স্নাতক। সহকারী ব্যবস্থাপক, চিকিৎসা পদে ১টি, এমবিবিএস। সহকারী ব্যবস্থাপক, ইঞ্জিনিয়ারিং পদে ২টি। সিভিল/ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল/মাইনিং বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং অথবা ৫ বছরের অভিজ্ঞতাসহ সিভিল/ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল/মাইনিং বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। সহকারী ব্যবস্থাপক, স্ট্র্যাটিজিক প্লানিং পদে ১টি। সিভিল/ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং অথবা ৫ বছরের অভিজ্ঞতাসহ সিভিল/ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং।

বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা।

আবেদনের শেষ তারিখ : ২৫ সেপ্টেম্বর।

যোগাযোগ : মহাব্যবস্থাপক, প্রশাসন, তৈল, গ্যাস খনিজ সম্পদ করপোরেশন, ঢাকা।

ওয়েব : www.petrobangla.org.bd

সূত্র : ইত্তেফাক


*** আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়

পদ ও যোগ্যতা : হিসাবরক্ষক- ১টি। বাণিজ্যে স্নাতক বা সমমান। কম্পিউটার চালনায় দক্ষ। ক্যাটালগার- ১টি। স্নাতক বা সমমানসহ গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা। কম্পিউটারে পারদর্শীরা অগ্রাধিকার পাবেন।

বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা।

পদ ও যোগ্যতা : অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ২টি। এইচএসসি। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। ওয়ার্ড প্রসেসিংসহ টাইপিংয়ে গতি প্রতি মিনিটে বাংলায় ও ইংরেজিতে ২০ শব্দ। ড্রাইভার পদে ১টি। এইচএসসি বা সমমান। হালকা ও ভারী যানবাহন চালনায় অভিজ্ঞ।

বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা।

আবেদনের শেষ তারিখ : ৩১ আগস্ট।

যোগাযোগ : সভাপতি, নিয়োগ ও বাছাই কমিটি, উপ-পরিচালক, প্রশাসন, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা, ১৪৫ নিউ বেইলী রোড, ঢাকা-১০০০।

সূত্র : জনকণ্ঠ


*** বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেড

পদ ও যোগ্যতা : উপসহকারী প্রকৌশলী পদে ১টি। কম্পিউটার কৌশল বিষয়ে ৬ বছরের অভিজ্ঞতাসহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, মাইক্রোসফট অফিস প্যাকেজ, গ্রাফিকস ডিজাইন ওয়েব ডিজাইন, জাভাস্ক্রিপ্ট, প্রোগ্রামিং, নেটওয়ার্কিং, ভিডিও এডিটিংয়ে দক্ষ। ইউডিসি/ইউডিএ পদে ১টি। এইচএসসি বা সমমান ও কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রশাসন কাজে ন্যূনতম ১০ বছরের চাকরির অভিজ্ঞতা। কম্পিউটারে পারদর্শী। বাংলা ও ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে গতি ২০ ও ৩০ শব্দ। ব্যক্তিগত সহকারী পদে ১টি। এইচএসসি/সমমান ও কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রশাসন কাজে ন্যূনতম পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা। কম্পিউটারে পারদর্শী। বাংলা ও ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে গতি ২০ ও ৩০ শব্দ। অফিস সহকারী পদে ২টি। এইচএসসি বা সমমান। বাণিজ্যিক প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা।

বেতন : আলোচনা সাপেক্ষে।

আবেদনের শেষ তারিখ : ১৬ আগস্ট।

যোগাযোগ : ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেড, গাজীপুর সেনানিবাস, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সূত্র : ইত্তেফাক


* **দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন

পদ ও যোগ্যতা : ব্যবস্থাপক, বিপণন পদে ৩টি। মার্কেটিং/অর্থনীতি/ফাইন্যান্স/অ্যাকাউন্টিং/ব্যবস্থাপনা বিষয়ে ৪ বছরের স্নাতক বা বিবিএ/এমবিএ মেজর ইন মার্কেটিং বা সমমানসহ ১০ বছরের অভিজ্ঞতা। বিবিএ/এমবিএ মেজর ইন মার্কেটিং ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন। শিক্ষাগত জীবনে সব ক্ষেত্রে কমপক্ষে দ্বিতীয় বিভাগ/শ্রেণি/জিপিএ।

বেতনক্রম : ৪৩০০০-৬৯৮৫০ টাকা।

পদ ও যোগ্যতা : উপব্যবস্থাপক, বিপণন পদে ৩টি। মার্কেটিং/অর্থনীতি/ফিন্যান্স/অ্যাকাউন্টিং/ব্যবস্থাপনা বিষয়ে ৪ বছরের স্নাতক বা বিবিএ/এমবিএ মেজর ইন মার্কেটিং বা সমমানসহ ৭ বছরের অভিজ্ঞতা। বিবিএ/এমবিএ মেজর ইন মার্কেটিং ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন। শিক্ষাগত জীবনে সব ক্ষেত্রে কমপক্ষে দ্বিতীয় বিভাগ/শ্রেণি/জিপিএ। উপব্যবস্থাপক, সিভিল পদে ১টি। বিএসসি ইঞ্জিনিয়ারিং বা সমমানসহ ৭ বছরের অভিজ্ঞতা। শিক্ষাগত জীবনে সব ক্ষেত্রে কমপক্ষে দ্বিতীয় বিভাগ/শ্রেণি/জিপিএ।

বেতনক্রম : ৩৫৫০০-৬৭০১০ টাকা।

পদ ও যোগ্যতা : সিনিয়র অফিসার পদে ১০টি। বিএসসি ইঞ্জিনিয়ারিং (মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস/সিভিল/অটোমোবাইল) ৪ বছরের স্নাতক বা সমমান। শিক্ষাজীবনে সব ক্ষেত্রে কমপক্ষে দ্বিতীয় বিভাগ/শ্রেণি/জিপিএ।

বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা।

আবেদনের শেষ তারিখ : ৩০ আগস্ট।

যোগাযোগ : ব্যবস্থাপনা পরিচালক, দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন, দুগ্ধ ভবন, ১৩৯-১৪০, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা।

সূত্র : প্রথম আলো


*** বেসিক ব্যাংক

পদ ও যোগ্যতা : সহকারী ব্যবস্থাপক, ৫৬টি। এমবিএ/এমবিএম/ ফিন্যান্স/ব্যাংকিং/ অর্থনীতি/ অ্যাকাউন্টিং/ ম্যানেজমেন্ট/ মার্কেটিং/ইংরেজি/ আন্তর্জাতিক সম্পর্ক/ গণিত/কম্পিউটার বিজ্ঞান/পরিসংখ্যান/লোক প্রশাসন/ব্যবসায় প্রশাসন বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর। স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর পর্যায়ে যেকোনো একটি বিষয়ে প্রথম শ্রেণি/সমমানের গ্রেড পয়েন্ট বা বিবিএ এবং বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে সব একাডেমিক পরীক্ষায় প্রথম বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি/জিপিএ গ্রহণযোগ্য নয়।

বেতনক্রম : ৫০০০০-৯৯৯৪০ টাকা।

আবেদনের শেষ তারিখ : ১৭ আগস্ট।

যোগাযোগ : মহাব্যবস্থাপক, বাংলাদেশ ব্যাংক ও সদস্যসচিব, বিএসসি।

ওয়েব :www.erecruitment.bb.org.bd

সূত্র : ডেইলি স্টার



*** ডাচ্-বাংলা ব্যাংক

পদ ও যোগ্যতা : এডিসি ম্যানেজার। স্নাতকোত্তর। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণি নয়। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৪ বছরের অভিজ্ঞতা।

বয়সসীমা : ৩৫ বছর।

বেতনক্রম : ১৭০০০-১৯০০০ টাকা।

পদ ও যোগ্যতা : এডিসি সিনিয়র এক্সিকিউটিভ। স্নাতক। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণি নয়। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা।

বয়সসীমা : ৩৩ বছর।

বেতনক্রম : ১৫২৫০-১৭২৫০ টাকা।

আবেদনের শেষ তারিখ : ৩১ আগস্ট।

যোগাযোগ : হেড অব এডিসি ডিভিশন, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড

ঢাকা।





No comments:

Post a Comment

Post Bottom Ad