রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরে বিলম্বিত হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী - DBS

DBS

দেশ-বিদেশ সংবাদ(Desh-Bidesh Sangbad)

শিরোনাম

Home Top Ad

Post Top Ad

Sunday, November 15, 2020

রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরে বিলম্বিত হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী



পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন বলেছেন, ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তরের তারিখ এখনও ঠিক হয়নি। এই স্থানান্তর প্রক্রিয়াই বিলম্বিত হচ্ছে। কারন,  এনজিও ও বিদেশি শক্তিদের চাপ রয়েছে। 


আজ রবিবার(১৫ নভেম্বর) রাজশাহী কলেজে শিক্ষকদের এক অনুষ্ঠানে যোগ দেয়ার আগে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

 

পরে মন্ত্রী রাজশাহী কলেজ মিলনায়তন মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। 


এ সময় তিনি বলেন, বাংলাদেশ মানবসম্পদ ও নদী-নালা দুটি বিষয় উন্নয়নে বড় ভূমিকা রাখবে।  


তিনি আরও বলেন, মানবসম্পদকে দক্ষ করে গড়ে তুলতে হবে। প্রবাসীরা বছরে ১৮ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠান। এটিকে আরও বৃদ্ধি করা সম্ভব। অন্যদিকে, দেশে প্রায় এক হাজার ৩০০ নদী-নালা রয়েছে। সেগুলোকে সঠিক ভাবে কাজে লাগাতে হবে।


রাজশাহী কলেজ অধ্যক্ষ হবিবুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভাটি পরিচালিত হয়।। উক্ত সভায় কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 


দেশ-বিদেশ সংবাদে আরও পড়ুন:


No comments:

Post a Comment

Post Bottom Ad