চরফ্যাশনে আবদুর রশিদ হত্যা মামলায় ১৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড - DBS

DBS

দেশ-বিদেশ সংবাদ(Desh-Bidesh Sangbad)

শিরোনাম

Home Top Ad

Post Top Ad

Sunday, November 15, 2020

চরফ্যাশনে আবদুর রশিদ হত্যা মামলায় ১৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড



 

ভোলা প্রতিনিধি: ভোলা জেলার চরফ্যাশনে রশিদ হত্যা মামলায় ১৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড ও ১৩ জনকে ৫০ হাজার টাকা করে ও একজনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং অন্য চার আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।


আজ রবিবার (১৫ নভেম্বর) চরফ্যাশন আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ নুরুল ইসলাম এ রায় দেন।   


যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- শামসুদ্দিন হাওলাদার (৫০), আবদুল জলিল (৫০), কাঞ্চন মিস্ত্রি (৪৫), আবদুল হক ৫০),আবুল বাশার (৫৪), নুর হোসেন (৪৫), আবু নোমান (৩৫), শাহাবুদ্দিন (৪৫), ফজলে করিম মুন্সি (৫১), কাঞ্চন পাটোয়ারী (৬০), বাসু মাঝি (৫০), সাদেক মাঝি (৫৫), সিরাজ হাওলাদার (৪৫) ও আলাউদ্দিন (৪৫)। খালাসপ্রাপ্তরা হলেন- ইউনুস, এসহাক, আবু বকর ও ইমান আলী।


জানা গেছে, ২০১৩ সালের ৩০ মে চরফ্যাশনের আবদুর রশিদ মিয়াকে তার নিজ বাড়ির সামনে কুপিয়ে ঘাড় থেকে মাথা বিচ্ছিন্ন করে হত্যার ঘটনায় নিহতের ভাই হানিফ বাদী হয়ে চরফ্যাশন থানায় ১৮ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।


মামলায় দীর্ঘ সাক্ষী ও শুনানি শেষে আজ এ রায় ঘোষণা করেন আদালত। 


দেশ-বিদেশ সংবাদে আরও পড়ুন:



No comments:

Post a Comment

Post Bottom Ad