টালিউডপাড়ার সব ছবির শুটিং দীর্ঘদিন ধরে স্থগিত রয়েছে ।
বাংলাদেশে করোনা পরিস্থিতি ভারতের থেকে ভালো থাকায় বাংলাদেশের সিনেমা করবেন ভারতের অভিনেতা দেব। ‘কমান্ডো’ নামের ছবির শুটিং দিয়ে রূপালি পর্দায় ফিরছেন তিনি।
আগামী মঙ্গল অথবা বুধবার আবার ক্যামেরার মুখোমুখি হবেন দেব।
কমান্ডোর শুটিং শেষ হলেই শুরু করবেন ‘গোলন্দাজ’ ছবির শুটিং। ভারতে ফুটবল খেলার জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর বায়োপিক নিয়ে ছবিটি নির্মান করা হবে এবং নামভূমিকায় অভিনয় করবেন দেব।
No comments:
Post a Comment