সৌমিত্র চট্টোপাধ্যায় আর নেই। অবশেষে মৃত্যুর কাছে হার মেনেছেন তিনি। করোনাসহ অনেক জটিলতা দেখা দিয়েছিল তার শরীরে।
চিকিৎসকরা বলেছেন, মাল্টিঅর্গান ফেলিওর, ব্রেনডেথ হয়ে তিনি মৃত্যু বরন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি দীর্ঘ দিন লাইফ সাপোর্টে ছিলেন।
বাঙালি এক অন্যতম সাংস্কৃতিক ব্যক্তিত্বকে হারালো। সত্যজিৎ রায়ের “অপুর সংসার” মুভি দিয়ে তার অভিনয় শুরু। তিনি শুধু কবিতা আবৃতি করেন নি, অনেক কবিতাও লিখেছেন তিনি। এছাড়া পত্রিকার সম্পাদনার কাজও করেছেন। তার মৃত্যুতে গোটা শহর আজ শোকার্ত। শোকমগ্নও হয়েছে টালিগঞ্জ। শোকাভিভূত হয়েছে বাঙালি ছিনেমা প্রেমিরা।
নিউজটি এখনই শেয়ার করুন। দেশ-বিদেশ সংবাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।
আরও খবর পড়ুন:
‘
No comments:
Post a Comment