পাইলট এখন ফুচকাওয়ালা - DBS

DBS

দেশ-বিদেশ সংবাদ(Desh-Bidesh Sangbad)

শিরোনাম

Home Top Ad

Post Top Ad

Saturday, November 14, 2020

পাইলট এখন ফুচকাওয়ালা




মালয়েশিয়া প্রতিনিধি: মাথায় কালো টুপি। গায়ে সাদা পোশাক। দেখলেই বোঝা যায় তিনি পাইলট। কিন্তু তার হাতে এখন আর বিমানের কন্ট্রোলার নেই। বর্তমানে তিনি রাস্তার পাশে বসেই ফুটপাত দোকানদার। 


করোনার কারনে চাকরি হারিয়ে পাইলট আজরিন মোহম্মাদ জাওয়ায়ি এখন ফুচকা বিক্রি করছেন । প্রতিদিন সকালে নিজের প্রিয় ইউনিফর্মটি পড়ে রাজধানি কুয়ালালামপুরের পাশের সুবাংজায়া শহরের ফুটপাতে আসনে ফুচকা বিক্রি করতে। 


তিনি নভেম্বরেই চাকরি থেকে অব্যাহতি পান। এই পাইলটের দোকানের নাম ‘ক্যাপ্টেন কর্নার’। সংসার সামলাতে রাস্তার পাশেই খাবারের দোকানই খুলেছেন জাওয়ায়ি। 


 চাকরিটা হঠাৎ চলে যাওয়ায় দিশেহার হয়ে পড়েন জাওয়ায়ি। তিনি চার সন্তানের জনক। সংসার খরচ চালানোর জন্য নিজের স্ত্রীকে নিয়ে শুরু করেন ‘ক্যাপ্টেন কর্নার ’ব্যাবসা।  


তার পাইলটের পোশাক পরে নিজেই রান্না করেন নুডলস, ফুচকাসহ বিভিন্ন মালয়েশিয়ান ফুড। ওই পোশাকেই পরিবেশনও করেন । তবে এরইমধ্যে ব্যাপক জনপ্রিয়তাও পেয়েছেন তিনি।


 আজরিন জানান, করোনার কারণে অনেক উড়োজাহাজ চালকেরই চাকরি চলে গেছে। তাদের মতো আমি একজন । 


আরও খবর পড়ুন:


No comments:

Post a Comment

Post Bottom Ad