মহারানী নিরুদ্দেশ
মোঃ টিটুল হোসেন
আজ খুব মন চায়
হারিয়ে যায়
জনসংযোগহীন লুকালয়
পাহারে ঘিরা সবুজ লতাপাতায়
ছোট ছোট টিলায় টিলায়
আজ খুব মন চায়
হারিয়ে যায়।
আজ খুব মন চায়
নিজে কে একা রাখতে
মনের সুখে নীল আকাশে উড়তে।
বন্যপশু যেনো আমাকে দেখতে না পারে,
আজ হারিয়ে যেতে মন চায় বারে বারে।
আমাকে নিরাশ করে মন,
বিপদ থেকে উদ্ধার করবে কী প্রিয়জন?
পথ চেয়ে চেয়ে অপেক্ষার থাকি প্রহরনীশি,
এই মনে স্বপ্নজাল ছিলো রাশি রাশি।
স্বপ্নরূপ কেন এতো হতাশ করে?
রূপহীন কণ্যা,
যুগ যুগ থাকলেও হবে না বন্যা!
সুখের প্রহরের হাবুডুবু খাবে মন,
বিপদ থেকে উদ্ধার করবে কী প্রিয়জন?
আমি যেতে চায় মনের অজানায়
যেখানে থাকবে সুখের দেশ,
এই আমি মহারানী
আজ হবো নিরুদ্দেশ!
No comments:
Post a Comment