মহারানী নিরুদ্দেশ - DBS

DBS

দেশ-বিদেশ সংবাদ(Desh-Bidesh Sangbad)

শিরোনাম

Home Top Ad

Post Top Ad

Saturday, November 14, 2020

মহারানী নিরুদ্দেশ

মহারানী নিরুদ্দেশ 



মোঃ টিটুল হোসেন


আজ খুব মন চায়

 হারিয়ে যায় 

জনসংযোগহীন লুকালয়

পাহারে ঘিরা সবুজ লতাপাতায় 

ছোট ছোট টিলায় টিলায়

আজ খুব মন চায়

 হারিয়ে যায়।


আজ খুব মন চায়

 নিজে কে একা রাখতে

মনের সুখে নীল আকাশে উড়তে। 


বন্যপশু যেনো আমাকে দেখতে না পারে,

আজ হারিয়ে যেতে মন চায় বারে বারে।


আমাকে নিরাশ করে মন,

 বিপদ থেকে উদ্ধার করবে কী প্রিয়জন?


পথ চেয়ে চেয়ে অপেক্ষার থাকি প্রহরনীশি, 

এই মনে স্বপ্নজাল ছিলো রাশি রাশি।


স্বপ্নরূপ কেন এতো হতাশ করে?

রূপহীন কণ্যা, 

যুগ যুগ থাকলেও হবে না বন্যা!

সুখের প্রহরের হাবুডুবু  খাবে মন,

বিপদ থেকে উদ্ধার করবে কী প্রিয়জন? 


আমি যেতে চায় মনের অজানায় 

যেখানে থাকবে সুখের দেশ,

এই আমি মহারানী

 আজ হবো নিরুদ্দেশ!

No comments:

Post a Comment

Post Bottom Ad