যশোরে বোনের বাড়িতে দাওয়াত খেতে যেয়ে বড় ভাই খুন - DBS

DBS

দেশ-বিদেশ সংবাদ(Desh-Bidesh Sangbad)

শিরোনাম

Home Top Ad

Post Top Ad

Friday, November 13, 2020

যশোরে বোনের বাড়িতে দাওয়াত খেতে যেয়ে বড় ভাই খুন



যশোরের বাবলাতলা ব্রিজ এলাকায় মিরাজ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। ছোট ভাই ইরানের ছুরিকাঘাতে মিরাজ নিহত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মিরাজ পেশায় দিনমজুর এবং সে মানিক মিয়ার ছেলে। 


পারিবারিক সূত্রে জানা গেছে, আজ শুক্রবার তার বড় বোন ময়না বেগমের বাড়িতে ভাই-বোনদের দাওয়াত ছিল। দাওয়াতে ছোট ভাই মিরাজ, তার দুই স্ত্রী, ছোট ভাই ইরান ও অপর তিন বোনও আসেন। পারিবারিক বিষয় নিয়ে মিরাজের সঙ্গে বড় বোন ময়নার সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মিরাজ ময়নাকে  চড় মারে। ইরান বাধা দিতে গেলে তাকেও মারপিট করে মিরাজ। এক সময় ইরান রেগে গিয়ে মিরাজকে ছুরি মারে। মিরাজের অবস্থা খারাপ হয়ে গেলে প্রতিবেশীরা এগিয়ে আসে এবং তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মিরাজকে মৃত ঘোষণা করেন।


জরুরি বিভাগের চিকিৎসক অমিও দাস বলেন, মিরাজের বুকের বামপাশে ছুরিকাঘাত  করার কারনে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। ফলে তার মৃত্যু হয়েছে। 


যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, অভিযুক্ত ছোট ভাইকে আটক করতে পুলিশ তৎপরতা শুরু করেছে।

আরও পড়তে পারেন:


No comments:

Post a Comment

Post Bottom Ad