পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, কোভিড-১৯ মহামারির কারণে বৈশ্বিক অর্থনীতিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যার পরিমাণ নির্ধারণ করা অসম্ভব। তবে বাংলাদেশে এসডিজি অর্জনে সাফল্য থাকলেও রোহিঙ্গাদের কারনে বাংলাদেশ দ্বিগুণ ঝুঁকির মধ্যে রয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) জি-৭৭ গ্রুপের পররাষ্ট্রমন্ত্রীদের সভায় ড. এ কে আব্দুল মোমেন একথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ‘করোনা ভাইরাস এবং এজেন্ডা ২০৩০’ শীর্ষক এ সভায় ভার্চ্যুয়ালি বক্তব্য রাখেন।
বাংলাদেশের জনগণের জীবন-জীবিকা রক্ষার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রায় ১ দশমিক ১৪ বিলিয়ন মার্কিন ডলারের (জিডিপির ৪.৩ শতাংশ) প্যাকেজ পরিকল্পনা তুলে ধরেন।
তিনি করোনা মোকাবিলায় আরও বেশি টেকসই এবং স্থিতিশীল বিশ্ব গড়ার জন্য সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
দেশ-বিদেশ সংবাদে আরও খবর পড়ুন:
No comments:
Post a Comment