সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম। দুর্বৃত্তরা তার ওপর গুলিবর্ষণের চেষ্টা করেছে । গুলি গায়ে না লাগালে কুপিয়ে আহত করা হয়েছে তাকে।
আজ রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় তার কার্যালয়ে এ হামলার ঘটনাটি ঘটে। চেয়ারম্যান আব্দুর রহিম আলহাজ আবু দাউদের ছেলে।
ইসারত আলী খোকন জানান, চেয়ারম্যান আব্দুর রহিম পরিষদের কার্যালয়ে ছিলেন। এ সময় তার সঙ্গে আরও দুইজন ব্যক্তি ছিল। হঠাৎ দুই ব্যক্তি এসে চেয়ারম্যানের ওপর গুলি বর্ষণ করেন। গুলি না লাগায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যান তারা।
পরবর্তিতে লোকজন ছুটে এসে চেয়ারম্যানকে উদ্ধার করে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু তার সঙ্গে থাকা বাকি দুই ব্যাক্তি সুস্থ আছেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।
No comments:
Post a Comment