![]() |
আসছে ১০ টাকার নতুন নোট। নিরাপত্তা সুতাসহ ১০ টাকার ব্যাংক নোট প্রচলন করেছে বাংলাদেশ ব্যাংক। আজ সোমবার (১৬ নভেম্বর) ব্যাংক থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বলা হয়েছে, নিরাপত্তার বৈশিষ্ট্য অধিকতর সুদৃঢ় এবং নোট জালকরণ প্রতিরোধের লক্ষ্যে শতভাগ কটন কাগজ ও নিরাপত্তা সুতাসহ বঙ্গবন্ধুর প্রতিকৃতি সংবলিত ডিজাইন এবং গভর্নর ফজলে কবির স্বাক্ষর রয়েছে। নোটটি ১২৩ মিমি ৬০ মিমি।
নতুন এ নোটটি মঙ্গলবার (১৭ নভেম্বর) থেকে ইস্যু করা হবে।
নতুন নোটটিতে বর্তমান ১০ টাকা মূল্যমান নোটের রং এবং ডিজাইন পরিবর্তন না করে নিরাপত্তা কাগজ ও নোটের সামনের দিকের বামপাশের নিরাপত্তা সুতা পরিবর্তন করা হয়েছে। এই নোটটি শতভাগ কটন কাগজে তৈরি। নিরাপত্তা সুতাটি ২ মি.মি. প্রশস্থ। বাংলায় স্বচ্ছভাবে ‘১০ (দশ) টাকা’ সরাসরি এবং উল্টোভাবে লেখা রয়েছে। নোটটি বিভিন্ন দিকে ঘুরালে সুতার রং ম্যাজেন্টা হতে সবুজ রং এ পরিবর্তিত হবে।
দেশ-বিদেশ সংবাদে আরও পড়ুন:
No comments:
Post a Comment