আসছে ১০ টাকার নতুন নোট! - DBS

DBS

দেশ-বিদেশ সংবাদ(Desh-Bidesh Sangbad)

শিরোনাম

Home Top Ad

Post Top Ad

Monday, November 16, 2020

আসছে ১০ টাকার নতুন নোট!



আসছে ১০ টাকার নতুন নোট। নিরাপত্তা সুতাসহ ১০ টাকার ব্যাংক নোট প্রচলন করেছে বাংলাদেশ ব্যাংক। আজ সোমবার (১৬ নভেম্বর) ব্যাংক থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 


বলা হয়েছে, নিরাপত্তার বৈশিষ্ট্য অধিকতর সুদৃঢ় এবং নোট জালকরণ প্রতিরোধের লক্ষ্যে শতভাগ কটন কাগজ ও নিরাপত্তা সুতাসহ বঙ্গবন্ধুর প্রতিকৃতি সংবলিত ডিজাইন এবং গভর্নর ফজলে কবির স্বাক্ষর রয়েছে। নোটটি ১২৩ মিমি ৬০ মিমি। 


নতুন এ নোটটি মঙ্গলবার (১৭ নভেম্বর) থেকে ইস্যু করা হবে।


নতুন নোটটিতে বর্তমান ১০ টাকা মূল্যমান নোটের রং এবং ডিজাইন পরিবর্তন না করে নিরাপত্তা কাগজ ও নোটের সামনের দিকের বামপাশের নিরাপত্তা সুতা পরিবর্তন করা হয়েছে। এই নোটটি শতভাগ কটন কাগজে তৈরি। নিরাপত্তা সুতাটি ২ মি.মি. প্রশস্থ। বাংলায় স্বচ্ছভাবে ‘১০ (দশ) টাকা’ সরাসরি এবং উল্টোভাবে লেখা রয়েছে। নোটটি বিভিন্ন দিকে ঘুরালে সুতার রং ম্যাজেন্টা হতে সবুজ রং এ পরিবর্তিত হবে।

দেশ-বিদেশ সংবাদে আরও পড়ুন:


No comments:

Post a Comment

Post Bottom Ad