টি-২০ গোল্ডকাপে চান্স না পাওয়ায় ক্রিকেটারের আত্মহত্যা ! - DBS

DBS

দেশ-বিদেশ সংবাদ(Desh-Bidesh Sangbad)

শিরোনাম

Home Top Ad

Post Top Ad

Sunday, November 15, 2020

টি-২০ গোল্ডকাপে চান্স না পাওয়ায় ক্রিকেটারের আত্মহত্যা !



হতাশায় আত্মহত্যা করেছেন জাতীয় অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলের একজন তরুণ ক্রিকেটার সজীবুল ইসলাম সজীব (২২)। তিনি বঙ্গবন্ধু টি-২০ গোল্ডকাপ ক্রিকেট টিমে চান্স না পাওয়ায় আত্মহত্যা করেছেন। 


রাজশাহীর দুর্গাপুর উপজেলার ঝালুকা আমগাছি গ্রামের বাড়িতে ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।


দুর্গাপুর থানার ওসি হাসমত আলী রবিবার (১৫ নভেম্বর) জানান, সজীব জাতীয় অনূর্ধ্ব  ১৫, ১৭ ও ১৯ দলের ক্রিকেটার ছিলেন। সে জাতীয় দলের হয়েও বিদেশের মাটিতে বেশ কিছু ম্যাচও খেলেছেন। 


সজীব দুর্গাপুর উপজেলার ঝালুকা আমগাছি গ্রামের মোরশেদ আলীর ছেলে। 


গত ১৩ নভেম্বর বঙ্গবন্ধু টি-২০ কাপ ক্রিকেট দলের খেলোয়াড়দের তালিকা প্রকাশিত হয়। কিন্তু তালিকায় নিজের নাম না পেয়ে রাতেই সে হতাশ হয়ে বাড়িতে চলে আসে। শনিবার রাতে নিজ ঘরে আত্মহত্যা করেন। পরেরদিন আজ রবিবার অনেক বেলা হলেও সজীব উঠছে না দেখে পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করে না পাওয়ায় ঘরের দরজা ভেঙ্গে সজীবের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। বিকালে নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।


সজীবের বড় ভাই তসিকুল ইসলাম জানান, সজীব জাতীয় অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড় হয়ে শ্রীলংকার মাটিতে বেশ কয়েকটি দলের বিপরীতে ম্যাচ খেলেন। ভারতের বিপক্ষে ব্যাট করে সেই ম্যাচে সর্বোচ্চ ৯৫ রান সংগ্রহ করেন সজীব। সজীবের এই সংগ্রহ দলের পক্ষে ছিল সর্বোচ্চ। ওই তালিকায় তার নাম না থাকায় হতাশ হয়ে আত্মহত্যার পথ বেছে নেন।

দেশ-বিদেশ সংবাদে আরও পড়ুন:

No comments:

Post a Comment

Post Bottom Ad