বেতবাড়ীয়াকে উন্নত করতে গ্রামবাসীর মতবিনিময় সভা (ভিডিও খবর) - DBS

DBS

দেশ-বিদেশ সংবাদ(Desh-Bidesh Sangbad)

শিরোনাম

Home Top Ad

Post Top Ad

Saturday, April 26, 2025

বেতবাড়ীয়াকে উন্নত করতে গ্রামবাসীর মতবিনিময় সভা (ভিডিও খবর)

ফাহিম শাওন: কুষ্টিয়ার খোকসা উপজেলার বেতবাড়ীয়া গ্রামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গ্রামটির উন্নয়নকল্পে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

শুক্রবার (২৫ এপ্রিল) বেতবাড়ীয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল ৮ দিকে শুরু হয় এ মতবিনিময় সভা।

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ধোকড়াকোল ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন মনি। তিনি বলেন, খোকসার মধ্যে ধোকড়াকোল ডিগ্রী কলেজের ফলাফল সবচেয়ে ভালো। আমার কলেজের মতো এই গ্রামটিকেও সবার থেকে ভালো করতে চাই। গ্রামের সবার সহযোগীতায় এই বেতবাড়ীয়া গ্রামটিকে একটি আদর্শ গ্রাম বানাতে চাই।

এ সময় আরও বক্তব্য রাখেন, খোকসা সরকারী কলেজের প্রভাষক মো.আনিসুর রহমান ও মামুন হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মজিদ, শিক্ষক সেলিম রেজা মিন্টু, বীর-মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, সাবেক ইউপি সদস্য নুরুল আজম জামি ও মোশারফ হোসেন, কাশেম মন্ডল, হাবিবুর রহমান, আইনাল হক, মামুন অর রশিদ বুলবুল , পুলক ভৌমিক, বিল্লাল হোসেন এবং সম্রাট হোসেন।

উক্ত অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন ইঞ্জিনিয়ার হিমেল খান এবং আনন্দ সরকার।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বীর-মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মন্ডল।

অনুষ্ঠানে বক্তারা গ্রামের উন্নয়নকল্পে বিভিন্ন বিষয় তুুলে ধরেন ও পরবর্তি পরিকল্পনা করেন। এছাড়াও সবাই এক সাথে কাজ করার প্রতিশ্রুতি দেন।

উক্ত সভায় গ্রামবাসী আরও অনেকেই উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, খোকসার একটি ইউনিয়ন বেতবাড়ীয়া। এই বেতবাড়ীয়া গ্রামের রয়েছে অনেক সুনাম। রয়েছে অনেক ঐতিহ্য। সেই সুনাম এবং ঐতিহ্যকে ধরে রাখতে একসাথে কাজ করবে গ্রামবাসী। সবাইকে সংঘবদ্ধ করতে গড়ে তোলা হয়েছে “নবীন সংঘ ক্লাব”। 

এছাড়াও বিভিন্ন খেলাধুলারও সুনাম রয়েছে এ গ্রামের। এই খেলাধুলা ধরে রাখতে গ্রামটির রয়েছে “উল্কা” নামক একটি বাইচ নৌকা। এছাড়াও ভারতবর্ষের সময় থেকে শুরু করে এখন পর্যন্ত গ্রামে জন্ম নিয়েছেন অনেক গুনী ব্যক্তিত্ব।



No comments:

Post a Comment

Post Bottom Ad