রবীন্দ্র সাহিত্য পরিষদ -এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণিজন সংবর্ধনা ২০২২ পালিত - DBS

DBS

দেশ-বিদেশ সংবাদ(Desh-Bidesh Sangbad)

শিরোনাম

Home Top Ad

Post Top Ad

Sunday, May 22, 2022

রবীন্দ্র সাহিত্য পরিষদ -এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণিজন সংবর্ধনা ২০২২ পালিত


রবীন্দ্র সাহিত্য পরিষদ -এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণিজন সংবর্ধনা ২০২২ পালিত হয়েছে। অনুষ্ঠানটির উদ্বোধন করেন কবি ও সংগঠক মোঃ টিপু রহমান। 


আজ ২০ মে শুক্রবার কো-অপারেটিভ বুক সোসাইটি ভবনের জাতীয় কবিতা মঞ্চ এ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। উক্ত সম্মলনে প্রধান অতিথি ছিলেন কবি, গবেষক ও বহু গ্রন্থ প্রণেতা মাহমুদুল হাসান নিজামী। 




প্রধান আলোচক হিসেবে ছিলেন কবি, লেখক, গবেষক ও সঙ্গীতজ্ঞ প্রাকৃতজ শামীম রুমি টিটন, আলোচক হিসেবে ছিলেন কবি ও সংগঠক মোসলেহ উদ্দিন, কবি ও ছড়াকার আতিক হেলাল, কবি ও কথা সাহিত্যিক সুব্রত কুমার মোহন্ত, কবি ও মানবাধিকার গবেষক আলহাজ্ব ড. শরীফ সাকী, কবি ও আবৃত্তি শিল্পী জহিরুল হক বিদ্যুৎ, কবি ও সংগঠক শ ম দেলোয়ার জাহান। 


এতে উপস্থাপনা করেন কবি ও বাচিক শিল্পী মাহমুদা বেগম শিমু।  





বিশেষ অতিথি ছিলেন, কবি ও কথা সাহিত্যিক জেবুন্নেসা সুইটি, কবি ও কথা সাহিত্যিক বীর মুক্তিযোদ্ধা দিলু রোকিবা, কবি ও ঔপন্যাসিক সাবিনা সিদ্দিকী শিবা, কবি ও সংগঠক অসীম ভট্টাচার্য্য, কবি ও বাচিক শিল্পী ফেরদৌসী আক্তার নদী প্রমুখ। 



সম্মেলনটির সভাপতিত্ব করেন ডাঃ জাকির হোসেন বিপ্লব। 


No comments:

Post a Comment

Post Bottom Ad