ইয়েমেনের হুতি বিদ্রোহী এবং তাদের সমর্থিত সেনাবাহিনীর যেসব সদস্য আরব জোটের হাতে বন্দি হয়েছিলেন, তাদের প্রথম দলকে নিয়ে সৌদি আরবের একটি বিমান উপকূলীয় এডেন শহরের বিমানবন্দরে পৌঁছেছে।
সৌদি নেতৃত্বাধীন আরব জোটের দাবি, জাতিসংঘের মধ্যস্থতায় দুই মাসের জন্য যে যুদ্ধবিরতি ঘোষিত হয়েছে তাকে সুসংহত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। খবর দ্যা ডনের।
তিন ধাপে সানা এবং এডেনে বন্দিদের পরিবহণের কাজ সম্পন্ন হবে।
আন্তর্জাতিক রেডক্রস কমিটি পরিচালিত প্রথম বিমানে করে ৪০ বন্দিকে এডেন বিমানবন্দরে নেওয়া হয়। আরব জোট ১০৮ বন্দিকে মুক্তি দেবে।
আন্তর্জাতিক রেডক্রস কমিটির এক মুখপাত্র জানিয়েছেন, সংস্থাটি ইয়েমেনের ১০০ বন্দিকে সৌদি আরব থেকে ইয়েমেনে নেবে। সৌদি আরবের আভা শহর থেকে তিনটি ফ্লাইটে করে ইয়েমেনের এডেন শহরে এসব বন্দিকে নেওয়া হবে।
No comments:
Post a Comment