বর্তমান সময়ে গুনবতী স্ত্রী পাওয়া ভাগ্যের ব্যাপার - DBS

DBS

দেশ-বিদেশ সংবাদ(Desh-Bidesh Sangbad)

শিরোনাম

Home Top Ad

Post Top Ad

Sunday, January 23, 2022

বর্তমান সময়ে গুনবতী স্ত্রী পাওয়া ভাগ্যের ব্যাপার




এখানে গুনবতী বলতে, স্ত্রীর সমস্ত প্রকার গুনের কথা বলা হচ্ছে। যেমনঃ সৎ, সাহসী, সত্যবাদী, শিক্ষিতা, রান্নার স্বাদ,  সোস্যাল মেইনটেইন সবকিছু। আমি মনে করি সব থেকে বড় গুনটা হলো, আপনাকে মেইনটেইন করা। বুঝলেন না তাইতো??  আমি বুঝিয়ে দিচ্ছি...


ধরুন, আপনি বড় ধরনের কোন টেনশনে আছেন, এই সময় আপনাকে হেল্প করবে আপনার স্ত্রী।  কোন সান্ত্বনা দিয়ে অথবা কোন বুদ্ধি দিয়ে। 


আবার ধরুন, আপনি কোন সমস্যায় পরেছেন, এই সময় আপনার সাহস যোগাবে আপনার স্ত্রী।  


আবার ধরুন, আপনার কোন কাজের প্রেরণা দিতে পারবে আপনার স্ত্রী।  


এখন ভাবেন, আপনি টেনশনে আছেন, আপনার স্ত্রী কোন কাজ নিয়ে আপনার উল্টো কোন মেন্টালি প্রেশার দিল, অথবা কোন কিছু নিয়ে ভাবছেন, এমন সময় বার বার বিরক্ত করল, অথবা আপনি সারাদিন অফিস করে এসে, বাসায় যখন রেস্ট নিতে যাবেন তখনি, আরেকটি কাজের কথা বলে বসল। তিখন আপনি যাবনে রেগে, শুরু হবে সংসারে অশান্তি।  


কিন্তু আপনার স্ত্রী যদি বুদ্ধিমতী হয় তাহলে আপনি অফিস শেষ  করে বাসায় আসার পর, সে হাসিমুখে আপনার সামনে আসবে। আপনার ড্রেস চেঞ্জ এ হেল্প করবে। কিছু নাস্তা করবে কিনা জানতে চাইবে, ভালো মন্দ জানতে চাইবে। 


বেশ কিছুদিন আগে, স্টার জলসা এবং জি বাংলা নামক দুটো বিষধর চ্যানেল বাংলাদেশকে বিষময় করে তুলেছিল। যার ফল কিন্তু আমরা সবাই দেখেছি। পাখি জামা কিনতে না পেরে বাংলাদেশের বধু সুইসাইড করে। যা বাংলাদেশের বধুদের মানায় না। 


বিশেষ করে, আপনি যখন টের পাবেন, আপনার ভালোবাসার প্রিয়তমা স্ত্রী মোবাইলে অন্য কারও সাথে লাইন মারছে, এটা তার ভুলবষত হোক, বা নিছক খেয়ালিপনা হোক, এটা কিন্তু আপনি সুস্থ মস্তিষ্কে থাকলে কখনও মেনে নেবেন না। কারন আপনি চান না আপনার স্ত্রী অন্য কারও সাথে লাইন মারুক। তার মনে অন্য কোন পুরুষ বাসা বাধুক। যখন জানতে পারবেন, তখন থেকেই আপনার মনে ঝর শুরু হয়ে গেল। এটা অশান্তির ঝর। 


এবার আসুন আপনার কথায়, ধরুন আপনি আপনার অফিসের কোন মেয়ের সাথে আপনি রিলেশনে জরিয়ে পরেছেন। অথবা অন্য কোন মেয়ের সাথে। আপনি গোপনে মেসেজ/ কথা বলার চেষ্টা করে। বাসায় এসে লুকানোর চেষ্টা করেন। এটা আপনার স্ত্রী যদি বুদ্ধিমতি হয় তাহলে আপনকে বুঝিয়ে সেই পথ থেকে সরিয়ে আনবে। আর যদি আপনার সাথে রাগারাগি করে তাহলে আপনার লাইফটা নষ্ট হবার পথে যাত্রা শুরু করল। 


তাই,  এখানে একজন বুদ্ধিমতি স্ত্রীর ভুমিকা অপরিসীম।  সেই আপনার ভুল শুধরে ভালো করতে পারে, আবার আপনার সামান্য ভুলের কারনে, জীবনটা শেষ করে ফেলতে পারে। তাই একজন পুরুষ/স্বামীর কাছে একজন গুনবতী স্ত্রী  খুবই সৌভাগ্যের ব্যাপার।  


এটা আমার মতে আমি বললাম। আমার মতের সাথে কারও নাও মিলতে পারে। তবে আমার মতের বাইরে কেও আছে বলে আমার মনে হয় না। যদি কারও অন্য মত থাকে তাহলে, কমেন্ট এ লিখে জানাতে পারেন।  


ধন্যবাদ 

ফাহিম শাওন।

No comments:

Post a Comment

Post Bottom Ad