রাজধানী ঢাকার মিরপুরে এক তরুণীকে গণধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। আসামীদের সবার বয়স ১৮ থেকে ১৯ বছরের মধ্যে।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তাদেরকে গ্রেফতার করা হয়। তারা হলো- আলামিন, জয় মিয়া, রায়হান, ইমন, আবু সাইদ ও ইমরান।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিরুর রহমান বলেন, গত রাতে কল্যাণপুর একটি খালি জায়গায় ওই তরুণীকে ধর্ষণ করে ৬ যুবক। এ বিষয়ে অভিযোগ করা হয়েছে। ঘটনার আলামত জব্দ করা হয়েছে। অভিযোগের পরপরই মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয় অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ওই তরুণীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে এবং ডিএনএ নমুনা সংগ্রহের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
No comments:
Post a Comment