অনলাইন বিজনেসের মুল মন্ত্র ‘পরিচিতি ও বিশ্বাস’: নাইম হোসেন - DBS

DBS

দেশ-বিদেশ সংবাদ(Desh-Bidesh Sangbad)

শিরোনাম

Home Top Ad

Post Top Ad

Wednesday, November 18, 2020

অনলাইন বিজনেসের মুল মন্ত্র ‘পরিচিতি ও বিশ্বাস’: নাইম হোসেন

 নাইম হোসেন, সফল উদ্যোক্তা 


নিজস্ব প্রতিবেদক:
বর্তমান সময়ের অনলাইন ব্যবসার উজ্বল নক্ষত্র নাইম হোসেন বলেন, অনলাইন বিজনেসের মুল মন্ত্র পরিচিতি ও বিশ্বাস। অনলাইন বিজনেস করতে গেলে অনেক সমস্যা আসবে কিন্তু নিজেকে শক্ত হয়ে মনোবল ঠিক রাখতে হবে। তাহলেই আপনি সাফল্যের দেখা পাবেন।  


বুধবার (১৮ নভেম্বর) নাইম হোসেনের সাথে কথা বলেন দেশ-বিদেশ সংবাদের এ রিপোর্টার ।  


তিনি দেশ-বিদেশ সংবাদকে বলেন, যত বেশি লাইক, কমেন্ট ও পোস্ট করবেন তত বেশি পরিচিতি পবেন, আর সেল তত বেশি হবে। অনলাইন বিজেনেসে আপনি কাষ্টমার কে সব সময় ভালো সার্ভিস দিবেন, তাহলে ঐ কাষ্টমার দ্বিতীয়বার আপনার কাছ থেকে পণ্য নেবে এবং অন্য কাষ্টমারও যোগাড় করে দেবে।


আলাপচারিতার এক পর্যায় নাইম হোসেন আরও বলেন, আমি পড়াশোনা করি বিএসসি ইঞ্জিনিয়ারিং ইইই। পাশাপাশি ফ্রেইট ফরওয়ার্ডিং কোম্পানিতে চাকরি করি। চাকরি ও পড়াশোনার পাশাপাশি অনলাইন বিজনেস করি। 


তিনি আরও বলেন, আমি একজন স্বল্প উদ্যোক্তা, হাটি হাটি পা পা করে এগিয়ে যাচ্ছি। অনলাইন বিজনেস শুরু করা হয় ১৫ ডিসেম্বর ২০১৭ সাল থেকে। ৪/৫ মাস পরে হটাৎ করে বিজনেস বন্ধ করে দেওয়া হয় নানা রকম সমস্যার কারনে। তারপরও মাঝে মাঝে অফলাইনে কাজ করতাম। আমার  শুরুর ৩ মাস ১৬ দিনে সেল করি ৩,৩৩,৯৮৫ টাকা। 

নাইম হোসেন বলেন, নিজের ইচ্ছা আর মনোবল থাকলেই সব সম্ভব। তাই আবার ১০ জুলাই ২০২০ থেকে পুরোপুরি ভাবে বিজনেস শুরু করি। ৩ মাস ১৬ দিনে আলহামদুলিল্লাহ ভালোই এগিয়ে গেছি। অনেক গ্রুপের সাথে যুক্ত হয়ে সারা দেশে অনেকের সাথে পরিচয় হয়েছি।


তার বর্তমান ব্যবসায়িক অবস্থার কথা উল্ল্যেখ করে বলেন, এই করোনা কালীন সময়ে অনলাইন এ কেনাকাটা বেশি হচ্ছে,  অনেক নতুন নতুন উদ্দোক্তা হয়েছে। তাদের কাছে আমি পাইকারি সেল করে তাদেরকেও উৎসাহিত করছি। 


কাজের অনুপ্রেরণার কথা জানতে জানতে চাইলে তিনি বলেন, আমার ২০১৮ সাথে অনলাইন বিজনেস করার চিন্তা আসে মাথায়, তখন নানা সমস্যার জন্য থেমে যাই, কিন্তু হাল ছাড়িনি, চেষ্টা করেছি সফল হওয়ার জন্য, অনুপ্রেরণা মুলতো বোনের জন্য।   

নতুন উদ্যোক্তাদের জন্য তার পরামর্শ হিসেবে বলেন, আমি নতুন উদ্যোক্তাদের বলতে চাই,  অনলাইন বিজনেস করতে হলে প্রথমত পরিচিতি টা বাড়াতে হবে, ধৈর্য ধরে চেষ্টা করতে হবে, ইনশাআল্লাহ সফল আসবে। 

নাইম হোসেনের বাড়ি কুষ্টিয়ার জেলার খোকসা থানার বেতবাড়িয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মন্ডল এর ছেলে। পড়াশোনার পাশাপাশি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন তিনি। চাকরি ও পড়াশোনার পাশাপাশি অনলাইন ব্যবসা করেন। বর্তমানে তিনি একজন সফল উদ্দোক্তা। বর্তমানে তিনি ঢাকায় বসবাস করছেন।

দেশ-বিদেশ সংবাদে আরও খবর পড়ুন:

No comments:

Post a Comment

Post Bottom Ad