মুজিববর্ষ ফিফা ফ্রেন্ডলি সিরিজে বাংলাদেশের জয় - DBS

DBS

দেশ-বিদেশ সংবাদ(Desh-Bidesh Sangbad)

শিরোনাম

Home Top Ad

Post Top Ad

Tuesday, November 17, 2020

মুজিববর্ষ ফিফা ফ্রেন্ডলি সিরিজে বাংলাদেশের জয়



বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ও নেপালের মধ্যেকার মুজিববর্ষ ফিফা ফ্রেন্ডলি সিরিজের দ্বিতীয় ম্যাচটি ড্র হয়েছে গোলশূন্যভাবে। গত শুক্রবার প্রথম ম্যাচে বাংলাদেশ ২-০ গোলে হারিয়েছিল নেপালকে।


দ্বিতীয় ম্যাচ ড্র করায় ২ ম্যাচের সিরিজ বাংলাদেশ জিতলো ১-০ ব্যবধানে। নেপালের পাওয়া দুই ম্যাচের সিরিজে একটি ড্র।


ম্যাচ শেষে আতশবাজি ফুটিয়ে সিরিজ জয় উদযাপন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। দ্বিতীয় ম্যাচে হাজার দশেক দর্শক বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে উপস্থিত ছিলেন। 


বাংলাদেশ একাদশে যারা ছিলেন: 

আশরাফুল ইসলাম রানা (গোলরক্ষক), জামাল ভুঁইয়া (অধিনায়ক), নাবিব নেওয়াজ জীবন, বিশ্বনাথ ঘোষ, রহমত মিয়া, তপু বর্মণ, ইয়াসিন খান, সুমন রেজা (সুফিল), মোহাম্মদ ইব্রাহিম (সোহেল রানা), মানিক মোল্লা ও সাদ উদ্দিন।

No comments:

Post a Comment

Post Bottom Ad