মিরপুরে কনসার্ট শুরু - DBS

DBS

দেশ-বিদেশ সংবাদ(Desh-Bidesh Sangbad)

শিরোনাম

Home Top Ad

Post Top Ad

Tuesday, March 29, 2022

মিরপুরে কনসার্ট শুরু



বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব ১০০’ কনসার্ট শুরু হয়েছে আবার। বৃষ্টিতে থেমে যাওয়ার পর মঙ্গলবার (২৯ মার্চ) রাতে আবার কনসার্ট শুরু হয়। 


কনসার্টের সময়সূচি অনুযায়ী বিকেল ৪টা ১৫ মিনিটে দর্শকদের জন্য স্টেডিয়ামের প্রবেশ পথ খোলা হয়। ৪টা ২০ মিনিটে জাতীয় সংগীত গাওয়া হয়।


মাগরিবের নামাজের বিরতির পর মঞ্চে ওঠার কথা ছিল অস্কারজয়ী এ আর রহমানের। ভারতের সংগীতশিল্পীর গান শুরুর আগেই শুরু হয় বৃষ্টি। প্রায় ১৫ হাজার দর্শক মাঠ ও গ্যালারিতে বসে কনসার্টটি উপভোগ করছেন। মাঠে থাকা দর্শকরা বৃষ্টির জন্য অবস্থান নেন গ্যালারিতে।


মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে স্টেডিয়ামে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন পরিবেশন করা হয় জাতীয় সংগীত। এরপর ‘রক্তে সাগর পেরিয়ে এসেছি’ গান গেয়ে শোনান সংসদ সদস্য শিল্পী মমতাজ। তার গানের পর এ আর রহমানের পরিবেশনার কথা রয়েছে।


বিকাল ৫টার দিকে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মাইলস গান পরিবেশন করে। 


নিজেদের জন‌প্রিয় গান ‘চাঁদ তারা’ দিয়ে শুরু হয় তাদের পরিবেশনা, এরপর মাইলস গেয়ে শোনায় ‘নীলা’সহ বিভিন্ন গান। এরপর মঞ্চে এসে জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রতি শ্রদ্ধা জানিয়ে গাওয়া ‘রক্তে সাগর পেরিয়ে এসেছি’ গান দিয়ে পরিবেশনা শুরু করেন শিল্পী মমতাজ; পরে আবারও এই গান গেয়ে শোনান তিনি। 

No comments:

Post a Comment

Post Bottom Ad