মাইশার ঘাতক কাভার্ডভ্যান শনাক্ত - DBS

DBS

দেশ-বিদেশ সংবাদ(Desh-Bidesh Sangbad)

শিরোনাম

Home Top Ad

Post Top Ad

Friday, April 1, 2022

মাইশার ঘাতক কাভার্ডভ্যান শনাক্ত

নিহত মাইশা

রাজধানীর কুড়িল বিশ্বরোডে সড়ক দুর্ঘটনায় মাইশা মমতাজ মিম নিহতের ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে একটি কাভার্ডভ্যান শনাক্ত করেছে পুলিশ। সে  নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে (এনএসইউ) শিক্ষার্থী । 


এই তথ্য নিশ্চিত করেছেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি সাব্বির আহমেদ ।


তিনি জানান, সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণ করে দেখা যায় ওই ছাত্রী স্কুটার চালিয়ে যাওয়ার সময় পেছনে একটি কাভার্ডভ্যান ছিল। সেটি ওভারটেক করে যাওয়ার সময় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে ওই ছাত্রী মারা যায়।


কুড়িল-বিশ্বরোড ফ্লাইওভার উপরেই এই দুর্ঘটনা  ঘটে। ঘটনার আগে ওই ছাত্রী খিলক্ষেত বাজার এলাকার দিয়ে কুড়িল ফ্লাইওভারে উপরে উঠে তিনশ ফিট রাস্তায় দিকে নামার আগেই সড়ক দুর্ঘটনায় মারা যায়।

আরও পড়ুন:  জুমে ইচ্ছামত ফ্রি কথা বলুন, জেনে নিন বিস্তারিত

No comments:

Post a Comment

Post Bottom Ad