কলাপাড়ার একাধিকবার ধর্ষণে এক তরুণী চার মাসের অন্তঃসত্ত্বা এবং দুই সন্তানের জননী এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। পৃথক উভয় ঘটনায় পটুয়াখালীর কলাপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে জানা যায়, জেলার কলাপাড়া উপজেলার ইমরান হোসেন (২৩) নামের এক যুবকের একাধিকবার ধর্ষণে এক তরুণী (১৭) চার মাসের অন্তঃসত্ত্বা হয়েছেন। দাম্পত্য কলহের জেরে ওই তরুণীর সঙ্গে তার স্বামী মনির হোসেনের প্রায় এক বছর আগে বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর থেকে তিনি বাবার (ইউনুচ প্যাদা) বাড়ি বালিয়াতলী ইউনিয়নের কোম্পানিপাড়া গ্রামে বসবাস করছেন।
এ সময় পার্শ্ববর্তী শনিবাড়িয়া বাজারের পূর্ব পরিচিত ইমরানের সঙ্গে তার সখ্যতা গড়ে ওঠে। এ সুযোগে বিয়ের প্রলোভনে ওই তরুণীকে একাধিকবার ধর্ষণ করেন ইমরান। এতে ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পরেন। এ ঘটনায় গত শুক্রবার রাতে ওই তরুণীর মা জ্যোৎস্না বেগম বাদী হয়ে কলাপাড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।
অপরদিকে পটুয়াখালীর কলাপাড়ায় বেল্লাল (৩০) নামের এক যুবকের বিরুদ্ধে দুই সন্তানের জননী এক গৃহবধূকে (২৭) ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৫ মে) বেলা এগারোটায় চাকামাইয়া ইউনিয়নের আনিপাড়া গ্রামের ওই গৃহবধূ বাড়িতে একা থাকার সুযোগে টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া গ্রামের বেল্লাল ওই গৃহবধূর ঘরে প্রবেশ করে তাকে পেছন থেকে ঝাপটে ধরে ধর্ষণ চেষ্টা চালায়।
এ সময় ওই গৃহবধূ চিৎকার দিয়ে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করলে জাকারিয়া (২২) নামের ধর্ষকের সঙ্গী অপর যুবক বাধা প্রদান করেন। পরে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। এ ঘটনায় শুক্রবার রাতে ওই গৃহবধূ দুজনের নামে কলাপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, ইমরানকে গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা চলছে। দুই সন্তানের গৃহবধূর অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
No comments:
Post a Comment