পাঁচবিবিতে অনার্স পড়ুয়া তরুণীকে ধর্ষণের পর হত্যা - DBS

DBS

দেশ-বিদেশ সংবাদ(Desh-Bidesh Sangbad)

শিরোনাম

Home Top Ad

Post Top Ad

Saturday, May 7, 2022

পাঁচবিবিতে অনার্স পড়ুয়া তরুণীকে ধর্ষণের পর হত্যা



আয়েশা ছিদ্দিকা (২০) নামের এক অনার্স (স্নাতক) পড়ুয়া ছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে  শুক্রবার দিবাগত রাতে জয়পুরহাটের পাঁচবিবিতে ।


আয়েশা ছিদ্দিকা জয়পুরহাট সরকারি কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্রী। তিনি ওই গ্রামের মোজাম্মেল হকের মেয়ে।


স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, ঈদের পরের দিন আয়েশা ছিদ্দিকাকে বাড়িতে রেখে তার ভাই ও ভাবি শ্বশুর বাড়িতে বেড়াতে যান। গতকাল শুক্রবার সকালে আয়েশা প্রতিবেশী নারীদের সঙ্গে দিনাজপুরের স্বপ্নপুরীতে পিকনিকে যান।


রাত ৯টার দিকে এসে বাড়িতে কেউ না থাকায় পাশের বাড়ির দুই ভাতিজিকে নিয়ে ঘরে শুয়ে পড়েন। রাত ১১টার দিকে আয়েশা পাশের ঘরে ফোনে কথা বলতে যান। এরপর ভাতিজিরা ঘুমিয়ে পড়েন। তারা ধারণা করেন যে, রাতের কোনো এক সময় কে বা কারা কৌশলে বাড়ির সীমানা প্রাচীর টপকিয়ে ভেতরে ঢুকে আয়েশার মুখে কাপড় গুঁজে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যায়।


সকালে অন্য ঘরে শুয়ে থাকা ভাতিজিরা জেগে উঠে ঘর থেকে বের হতে গিয়ে বাইরে থেকে ঘরের দরজা আটকানো থাকায় ডাকাডাকি করলে পাশের বাড়ি থেকে তাদের মা এসে দরজা খুলে দেন। বাড়িতে প্রবেশ করে দেখতে পান আয়েশার মুখে কাপড় গোঁজা ও বিবস্ত্র মৃতদেহ বিছানায় পড়ে আছে।


এ ঘটনা দেখে চিৎকার করলে আশপাশের লোকজন এসে পুলিশকে খবর দেয়। তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে।


স্থানীয় আটাপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আ স ম শামসুল আরেফিন চৌধুরী আবু বলেন, মেয়েটির বাবা মাঝিনা বাজারে ধান চালের ব্যবসা করত। ব্যবসায় লোকসানের কারণে ব্যাংকের ঋণ খেলাপি হওয়ায় মামলার দায়ে বর্তমানে জেলে আছে। দারিদ্রতার কারণে মেয়েটি নিজে টিউশনি করে পড়াশোনার খরচ চালাত। মেয়েটি খুব ভালো ছিল।


এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) ইশতিয়াক আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে এসেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেয়েটিকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্ত রিপোর্টের পর হত্যার কারণ জানা যাবে ও আসামিদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

No comments:

Post a Comment

Post Bottom Ad