বিশ্বসেরা অলরাউন্ডার যাচ্ছেন যুক্তরাষ্ট্রে - DBS

DBS

দেশ-বিদেশ সংবাদ(Desh-Bidesh Sangbad)

শিরোনাম

Home Top Ad

Post Top Ad

Friday, April 1, 2022

বিশ্বসেরা অলরাউন্ডার যাচ্ছেন যুক্তরাষ্ট্রে



বিশ্বসেরা অলরাউন্ডার যাচ্ছেন যুক্তরাষ্ট্রে। কারণ তার বড় মেয়ের স্কুল খুলে যাচ্ছে।


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বিষয়টি নিশ্চিত করেছেন।  


তিনি বলেন, 'যুক্তরাষ্ট্রে মেয়ের স্কুল খোলা থাকায় তাকে (সাকিবকে) যেতে হচ্ছে। রাত ৮টা ২০ মিনিটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে সাকিব দেশ ছাড়বেন। দ্বিতীয় টেস্টেও আমরা তাকে পাচ্ছি না। '


 এর আগে মা, শাশুড়ি ও সন্তান মিলিয়ে পরিবারের ৫ সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় দক্ষিণ আফ্রিকায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে দেশে ফিরে আসেন সাকিব।  


২০১২ সালের ১২ ডিসেম্বর উম্মে কুলসুম শিশিরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাকিব। সাকিবের প্রথম কন্যা অব্রি। দ্বিতীয় কন্যা ইরাম হাসান। আর একমাত্র পুত্র আইজাহ আল হাসান।

No comments:

Post a Comment

Post Bottom Ad