![]() |
দুইটি মুখ, একটি মাথা নিয়ে বাছুর জন্ম!! |
ঠাকুরগাঁও প্রতিনিধি: একটি গাভী দুই মুখ বিশিষ্ট একটি বাছুরের জন্ম দিয়েছে। ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁও সদর উপজেলা রাজাগাঁও ইউনিয়নে।
সোমবার (৪ এপ্রিল) বিকালে ঠাকুরগাঁও সদর খড়িবাড়ি গ্রামের শহিদুল ইসলামের বাড়িতে একটি গাভীর বাচ্চা হয়েছে একটি মাথা, দুইটি মুখ।
স্থানীয় লোকজন বাছুরটিকে এক নজর দেখার জন্য ছুটে যান শহিদুলের বাড়িতে।
গাভীর মালিক শহিদুল ইসলাম জানান, আমারা গাভীটিকে যত্ন সহকারে লালন পালন করি। আজকে যখন বিকালে বাচ্চা হয়। বাচ্চাদের হাত-পা সবই ঠিক থাকে। তবে একটি মাথার মধ্যে দু’টি মুখ নিয়ে জন্ম হয়। এতে আমরা সবাই অবাক হয়ে যাই। একই এক আল্লাহর লীলা খেলা। জন্ম হওয়ার পর স্থানীয় পশু ডাক্তার বলেন বাছুরটি মারা যেতে পারে।
ঠাকুরগাঁও জেলার প্রাণী অফিসার ডা.মো. আবুল কালাম আজাদ জানান, বাছুরটি সঠিক মাধ্যমে খাবার পায় তাহলে বেড়ে উঠতে সমস্যা হবে না।
No comments:
Post a Comment