ফের নেদারল্যান্ডসের ডাগআউটে ফিরছেন রোনাল্ড কোমান। দলটির বর্তমান কোচ লুইস ফন হালের প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত হওয়ার কারণে তার স্থলাভিষিক্ত হচ্ছেন সাবেক এই বার্সা কোচ। কাতার বিশ্বকাপের পরপরই ডাচদের দায়িত্বে ফিরবেন তিনি।
২০১৮ সালে নেদারল্যান্ডসের দায়িত্ব নিয়েছিলেন কোমান। এরপর ২০২০ সালে বার্সেলোনার দায়িত্ব নেওয়ায় ডাচদের দায়িত্ব ছেড়ে আসেন তিনি। প্রথম মেয়াদে তার অধীনে ২০ ম্যাচে ১১টিতে জয় পায় ডাচরা।
এই ব্যাপারে সংবাদমাধ্যমকে কোমান জানান, 'আমি বেশ গর্ব নিয়ে জানাচ্ছি, বিশ্বকাপের পর আমি আবারও জাতীয় দলের কোচ হতে চলেছি। সবাইকে সঙ্গে নিয়ে সফলতা অর্জন করতে চাই। ’
No comments:
Post a Comment